হঠাৎ করে বৃষ্টি এলো আংগিনায়,
তোমার সাথে কি আজ একটু ভেজা যায়?
হেশেঁল ছেড়ে বৃষ্টি ধারায় এসো চলে,
বেগুন ভাজা আলু সিদ্ধ ডাল ফেলে।
মধ্যে দুপুর ছুটির বেলায় অলস দিন,
তোমার সাথে ভিজে যদি হয় রঙিন।
বেলি ফুলের গন্ধটাও আজ চনমনে,
ফেলে আসা দিনকে ভাবি আনমনে।
কত শত ছুটির দিন পেরিয়ে গেছে,
তোমায় যদি অল্প একটু পেতাম কাছে!
গৃহস্থালির শত কাজের ব্যস্ততা,
এক সাথে বৃষ্টি দেখা বিলাসিতা।


ঘরের পিছে গাছে ছাওয়া আঙিনা,
এক সাথে হেঁটেছি কবে জানিনা।
মেঘের ছায়া রোদের আলোর লুকোচুরি,
পুঞ্জিকাতে কেটে যাচ্ছে দিনগুলি।
কত শত অপূর্ণতা জীবন জুড়ে,
কত শত হাহাকার কেঁদে ফেরে,
অভিমানের, ভালোবাসার এই জীবন,
গড়িয়ে যাচ্ছে কেমন যেন জলের মতন।
শত পাকেও যায়না তাদের বেঁধে রাখা,
দিন শেষে সবাই আমরা একা একা।
তাই, সময় করে একটুখানি এসো কাছে,
এক জীবনে এতো ব্যস্ততার কি আছে।