মেঘ যাবে দূর,
নিয়েছে রোদ্দুর,
আলোছায়া নকশা সবুজ ঘাসে।
ডানা মেলা চিল,
একাকী মিছিল,
বিষন্ন ভেসে চলা নীল আকাশে।
মৃদু সমীরণ,
পাতায় কাঁপন,
গাছ কি বুঝে এই মিঠে আদর।
হাহাকার মন,
উতলা কেমন,
ভাবো কি আমায় খুঁজে অবসর?


পাহাড়ের গায়ে,
একটু জিরিয়ে,
সাদা মেঘের ভেলা ভাসবে নীলে।
স্থবির জীবন,
পালাবে কখন,
মিশে যেতে চায় মন মেঘের দলে।
সাগর নদী,
পটের ছবি,
কি দারুণ দেখতে পাখির চোখে।
হৃদয়ে ভাংগন,
যখন তখন,
তোমার পরশ চায় লুকানো ক্ষতে।


আগস্ট ১৭, ২০২৩, ভ্যাংকুউভার, কানাডা