এখানে ভূমিতে টিকে না নুড়ি,
সুতা কেটে পালায় ঘুড়ি,
যখন তখন বিশ্বাসের পাহাড় ধ্বস,
মুখে মুখে ভালোবাসা হয় সারা,
শুধু হৃদয় মানে না বশ।


এখানে ফুলে থাকে না ঘ্রাণ,
পাখিদেরও নেই গান,
লোক লৌলিকতার বিস্তর প্রদর্শনী,
দিন শেষে খোলস খসে পড়ে,
ভিতরে কি শুধু নিজেরাই জানি।


এখানে কোরাসে ভালোবাসার সুর,
মিথ্যে আশ্বাস, যাবে বহুদূর,
তাল কাটে সহসা প্রয়োজন শেষে,
কবাট বন্ধ দেখে স্বপ্নের ঘরের,
অনেকটা পথ পেরিয়ে এসে।


(আগস্ট ১০, ২০২৩, ভ্যাংকুভার, কানাডা।)