মমতার আঁচলে যদি,
বেঁধে রাখো সারা জীবন।
কি করে শেখাবে মা গো,
জগতের নিষেধ বারণ।
অবুঝ সন্তান তোমার,
জানেনা তো কোনো রীতি।
কি করলে ভালো হবে,
কিসে হবে দূর্গতি।
চরিত্র হয়না গঠন
মা গো কোমল কথায়,
সভ্যতা শিক্ষার লাগি,
কিঞ্চিৎ রুঢ়তা দরকার।
অজ্ঞান জাতি তোমার
ভালো মন্দ না বুঝে।
আলোর রাস্তা ছেড়ে,
অন্ধকারে মাথা গোঁজে।
মুক্তবুদ্ধি, সম্প্রীতি,
যাদের মনে জ্বালা ধরায়।
অন্ধজন নেতা সেজে,
তাদেরকে আজ পথ দেখায়।
উচ্ছন্নে যাচ্ছে তারা,
দেশটাকেও নিচ্ছে সাথে,
এই জাতি কি কোনো দিনও,
ফিরবে না আর আলোর পথে?