নারী, তুমি ছায়াবৃক্ষ হও,
আগলে রাখো লতা পাতা ডালে,
আগলে রাখো প্রস্ফুটিত ফুলে,
ধরনীর মর্মমূলে ছড়ানো শিকড়ে,
ধরে রাখো প্রেমে, পরম আদরে।


নারী, তুমি স্রোতস্বিনী হও,
অথৈই জল হও, হও প্লাবন,
চৈত্রের খরতাপ নয়, হও শ্রাবণ,
তোমার পলিতে জেগেছে যে অংকুর,
ধরে রাখো, হয়ে উঠো শস্যে ভরপুর।


নারী, তুমি গভীর রজনী হও,
ঢেকে রাখো চরাচর নিকষ আঁধারে,
নৈশব্দ আর নির্জনতার গাঢ় চাদরে।
তোমার কন্ঠে আছে যে ভালোবাসার সুর,
শোনাও, সঞ্চিত বিষাদ হয়ে যাক দূর।


ভ্যাংকুউভার, কানাডা
অক্টোবর ৩, ২০২৩