জলের ভাপে পুড়ছে শরীর,
মধ্য রাতের স্নান।
রোমের ভাঁজে নিরব ব্যাথা,
জমাট অভিমান।
পাশে থেকেও নই তো কাছে,
কেমন যেন পর,
আমায় ভাবতে তোমার হয়না
অবসর!

যত্নে বোনা টবের গাছে,
ফোটে না আর ফুল।
অংগীকারের আংটি খোলে,
বিশস্ত আংগুল।
অনেক দিনের প্রশ্ন জমা,
মিলেনা উত্তর।
আমায় ভাবতে তোমার হয়না
অবসর!

দেয়াল ঘড়ির কাটা শোনায়,
সমঝোতার কথা।
মুখোমুখি বসলে পরে,
শুধুই নিরবতা।
টান-পোড়েনে যাচ্ছে পঁচে,
ভালোবাসার প্রহর,
আমায় ভাবতে তোমার  হয়না
অবসর!

জুন ১৩, ২০২৫
ভ্যাংকুউভার, কানাডা