সন্ধ্যা হয়!
আমাদের ছায়াগুলো দীর্ঘ হয়ে আসে,
মরে আসা সূর্যের নরম আলোয়,
দিগন্ত বিস্তৃত সবুজ ঘাসে।
অদ্ভুত বিষন্নতায় ছেয়ে যায় আমাদের মন,
যখন দিবস করে তার সব আয়োজন,
সকল ব্যস্ততা করতে সমাপন।
এ যেন নয় শুধু একটি দিনের শেষ,
এ যেন নয় শুধু আলোর অন্ধকারে যাত্রা,
এ যেন আমাদের জীবনের সমাপ্তির বার্তা।


আগুয়ান রাতের কিনারে বসে আমরা ভাবি,
আমাদের কাজের ফল,
আমাদের না পাওয়া স্বপ্নের রঙ,
আমাদের আনন্দ বেদনার চোখের জল।
হিসাব নিয়ে বসে থাকি সন্ধ্যার আকাশের তলে,
জীবনের হিসাব কিছুতেই না মিলে।
ভগ্নাংশ থেকে যায় ভাগের শেষে,
শুধু আমাদের ছায়াগুলো মিলায়ে যায়,
রাত্রির অন্ধকার আকাশে।