দ্রুত তুমি চলে এসো,
মোড়ায়ে দাও দিবালোক নিশীথ তিমিরে,
নিয়ে যাও আমারে দক্ষিনা সমীরে,
ভাসায়ে উর্ধলোকে, বর্ণিত মর্মরে।


পূর্ন হস্ত রিক্ত করি,
সঞ্চিত অপার ধনরাজি, ভৈবব, খ্যাতি,
ত্যাজিয়া সব বন্ধন ভালোবাসা অতি,
আমারে টেনে নাও তোমার অসীমের প্রতি।


কর্মভারে ধর্মশূন্য মন,
আলোকিত কর তুমি আপন আলোতে,
যে হৃদয় ছিল শুধু পার্থিবে মেতে,
অপার্থিব প্রেম পশে দাও তাতে।


অস্ফুট অদৃশ্য ভয়ে,
কেঁপে কেঁপে উঠে যে হৃদয় চকিতে,
নির্ভয়ের বারতায় আশ্বস্ত কর তাঁকে,
বিফল না হয় যেন তোমাকে ডেকে।


অগাধ ক্ষমার আশা,
করে যায় যে প্রান জীবনব্যাপি,
তারে তুমি কিভাবে দন্ডিবে পাপী,
তোমার তিলার্ধ করুণায় হবে মুক্তি।


আজ এই ক্ষণ,
চিরপ্রস্থানের আদর্শ প্রহর মনে হয়,
দেহের সব বল হয়নি একেবারে ক্ষয়,
তোমার করুণা ভালো লাগে, মানুষের নয়।