বিকেলের রোদ হলদে হয়ে আসে যখন,
থেমে যায় তখন বিক্ষুদ্ধ সাগরের গর্জন।
সবুজ ঘাসের বুকে ঝরা পাতার দীর্ঘশ্বাস,
ঝোপঝাড়ের আড়ালে সন্ধ্যার আভাস।
উত্তপ্ত সূর্য আশ্রয় খোঁজে শীতল মেঘে,
অবসাদ এসে ভর করে ক্লান্তদেহে,
কর্মচঞ্চল দিনের হয় যবনিকা পতন,
শেষ হয়ে আসে জীবনের আয়োজন।

অশ্বত্থের ডালে ঝিঝি পোকার চিৎকার,
ধেয়ে আসা রাত্রির জমাট অন্ধকার,
অদ্ভুত ভাবনা জাগায় হৃদয়ে সবার,
আগামী ভোরের দেখা পাব কি আবার?
ছায়াছবির মতো ভাসে হারানো স্মৃতি,
যাদুর ছোয়ায় ফিরে যাওয়া যেতো যদি,
মেটানো কি যেত অপূর্ণ সব সাধ?
দেয়না কোনো উত্তর স্তব্দ মহাকাল।


যে তরী বেয়ে চলে গেছে ভাটির পথে,
কেন তারে ডাকাডাকি অবেলায় এসে।
পারবেনা ফিরতে সে হাজারো ডাকে,
জীবন নদী বয়ে যায় শুধু ভাটির দিকে।
নিঃসীম আঁধার থাকে প্রতীক্ষা করে,
দিনান্তে অতিথি তার ফিরবে ঘরে।
সাদাসিদে পরিপাটি ছোট বিছানা,
তাই হবে অতিথির নতুন ঠিকানা।