সেদিন সন্ধ্যা বেলায় চুপ করে,
হঠাৎ তুমি দাড়ালে এসে মোর দোরে।
আকাশ পাতাল ভাবনা আমার দিশাহারা,
থমকে গেলো উড়ে যাওয়া বলাকারা।
সূর্য তখন ডুবছিলো ঐ দূর বনে,
তোমার মনে কি ছিল তা কে জানে?


সাঁঝের আলো তোমার মুখে মায়া ছড়ায়,
আগুন হয়ে বুকে এসে মন পোড়ায়।
হাজার কথা বলে তোমার চোখের তারা,
কিছু বুঝি, কিছু থাকে ধাঁধাঁয় মোড়া।
সন্ধ্যা প্রদীপ জ্বালেনি কেউ সেই সাঁঝে,
আমার মনের সাধ্য কি সে তোমায় বোঝে।


দোরের পাশে দাঁড়িয়ে থেকে চুপ করে,
ঘাসে ছাওয়া পথটি ধরে গেলে ফিরে,
যেমন করে এসেছিলে তেমন করে।
সাধ্য কি তোমায় আমি রাখি ধরে।
সন্ধ্যা তারা উঠলো ঐ দূর আকাশে,
তোমার সুবাস ভাসে আমার চারপাশে।


একা আমি বসে ঠায় আঁধার ঘরে,
সাদা বকুল ছড়িয়ে তোমার পথ প’রে।
মনের মাঝে ভাবনা আসে অগোচরে,
ফিরবে কি আর সন্ধ্যা প্রদীপ হাতে করে?
পথ পানে আকুল হয়ে চেয়ে থাকি,
আসো যদি ঘোঁচাতে মোর আঁধার রাতি।