টকটকে লাল ভালোবাসার ফুলে,
বাস করে কদর্য কীট।
প্রেমিকার ছদ্মবেশে হৃদয়ে লুকায়,
ভন্ড প্রতারক।
হৃদয় রক্তাক্ত করে অতর্কিত আক্রমণে,
ভালোবাসা ফুরিয়ে গেলে।
ঘৃনা আর অভিশাপের পালা শেষ হলে,
বেদনা চেপে রেখে খুঁজি নতুন আশ্রয়,
হয়তোবা নতুন প্রতারক।


সবুজ লতার মতন প্রেম বেড়ে উঠে মনে,
ডালপালা শিকড় ছড়িয়ে।
সবুজ লতা, সবুজ সাপের মতন উদ্যত ফনা তোলে,
হৃদয়ের সামান্য টানপোড়েনে।
ভালোবাসা অবাক হয়ে পালাবার পথ খুঁজে,
আড়ি দেয় কনিষ্ঠা আঙ্গুলে।
প্রেম, অনাহূত অতিথির মতো মাড়ায় না আর
কাঙ্ক্ষিত সুখের চৌকাঠ।
দিন শেষে সবাই খুঁজে কেবলই সেই প্রেম,
যে থাকে হৃদয়ের গভীরে,
ভণ্ড প্রতারকও সাঁজে নিস্বার্থ প্রেমিকা,
শত হৃদয় নিঃস্ব করে।