তোমার নদে বাইবো না আর তরী,
সুতো কেটে উড়িয়ে দিলাম ঘুড়ি।
বাসি গোলাপ বুক পকেটে রেখো,
সময় পেলে আকাশ পানে দেখো।
রাম ধনুকের সাতটি রঙের ভিড়ে,
নীল রংটি যে কাঁদবে করুন সুরে,
বুকের জমা যত নীল ছিল,
রাম ধনুক সব চেয়ে নিয়ে গেলো।
আমায় শুধু দিয়ে গেলো বাদল,
সকাল বিকাল চোখে নোনা জল।


তোমায় নিয়ে বাঁধবো না আর গান,
হৃদয় মাঝে যতো অভিমান।
পাথর চাপা পাথর কুচির মতো,
অন্তরালে বাড়তে থাকুক ক্ষত।
হাসি খেলা চলুক সারক্ষন,
সবার মাঝেও একলা আমার মন।
বইয়ের ভাঁজের পুরোনো চিঠির মতো,
স্মৃতি গুলো চাপা দিয়ে রেখো।
ভাবতে তোমায় বয়েই গেছে মিছে,
এতো সময় আমার বুঝি আছে?
পোড়া চোখ শুধু মানে না যে বারণ,
রাত দুপুরে কান্না অকারণ।