ঝলমলে গ্রীষ্ম
হৃদয় বিমর্ষ
প্রভাত বেলায় আজি,
কোন দূর বনে
আছে সংগোপনে
নিভৃতে নিভৃতে খুঁজি।
মোর প্রাণ মাঝে
যেই সুর বাজে
তার প্রাণেও কি তাই,
আশা ভরা চোখে
চাই তার দিকে
দূরে দেশে সে পালায়।
ভাবনা চকিতে
আসে যে তড়িতে
পারিনা তারে ধরিতে,
আশার বাতি
দিবস রাতি
জ্বালিয়ে রাখি খুঁজিতে।
কে সে ভবঘুরে
ঘুরে দূরে দূরে
আমাকে রাখিয়া মাঝে,
কঠিন বৃত্ত
করি আবর্ত
সকাল দুপুর সাঁঝে।
পুলকিত বকুল
হরষে আকুল
আমার আংগিনা জুড়ে,
কোন সে গান
শুনায় অবিরাম
অশ্রুত কোনো সুরে।
ক্ষণেক দমকে
উপচায় ছলকে
হৃদয় বীণার তারে,
নিমিষে হারায়
অলীক মায়ায়
শূন্য রেখে মোরে।
প্রেয়সীর হাসি
না বিষের বাঁশি
ভোগী ভীষণ দ্বন্ধে,
বাঁধিতে গেলে
খাতা কলমে
বাদ সে সাধে ছন্দে।