আজ কোনো কবিতা হবে না,
ফেনায়িত হয়ে উঠুক অভিমানের ঢেউ।
আজ কোনো কবিতা হবে না,
বুঝে নিলাম আমরা আর নই কারো কেউ।
সময়ে অসময়ে বহু প্রতিক্ষার
কাল কেটে গেছে নিদারুণ যন্ত্রনা সয়ে,
অনধিকার চর্চার মতো প্রেম
আর কত রাখা যায় বলো হৃদয়ে লুকিয়ে।
প্রতিদিনের  অভ্যস্থ ভালোলাগা
হঠাৎ যদি জ্বালা ধরায় গভীর আয়ত চোখে,
বুঝে নিতে হবে সব কিছু তার,
যদিও তুমি কখনো বলবে না তা মুখ ফুটে।