মেয়ে হয়েছো, বোন হয়েছো,
জায়া হয়েছ, মায়া হয়েছো,
হয়েছো জননী।
সকল ভুলে, আপন বোলে,
তুমি শুধু "তুমি" হওতো দেখি-
সর্বংসহা রমনী।
যা ইচ্ছে তাই হও!
জল হও, স্থল হও,
নদী হও, ঢেউ হও,
যদি কিছু না-ই পারো,
মেঘ হওতো দেখি,
আর কতকাল ভাইয়ের
হাতে বেঁধে যাবে রাখি?


ঘরে থেকেছো, ভয়ে কেঁপেছো,
শাসন বারণ সব সয়েছো,
বলতে গিয়ে অজানা ভয়ে
কথার মুখে কুলূপ এঁটেছো।
বাবার কথা, দাদুর কথা,
ভালো কথা, মন্দ কথা,
কি শুনোনি? সব শুনেছো।
দিনের শেষে তবুও তুমি
নিজের ঘাড়ে দোষ নিয়েছো।
এবার বলি ক্ষান্ত হও,
যা মনে হয়, তাই হও।
ফুল হও, ফল হও,
মথ ভেংগে প্রজাপতি হও,
কলি ভেংগে কুসুম হও,
নিয়ম ভেংগে অনিয়ম হও,
বৃষ্টি শেষে রৌদ্র হও,
শেকল ভেংগে মুক্ত হও।
মাড়িয়ে সকল কড়াকড়ি,
আওয়াজ তোল গলা ছাড়ি,
কি হয়েছে আমি নারী?
বলতে কথা আমিও পারি।


ডিসেম্বর ৬, ২০২৩
ভ্যাংকুউভার, কানাডা