আমি এখন বইতে পারি,
তোমায় ছাড়ার কষ্টটাকে সইতে পারি,
বুকের মাঝে জ্বলতে থাকা দাবদাহ,
তার আগুনে পুড়তে পারি।
উড়তে পারি, ছুটতে পারি,
ঘুড়ির সুতো কাটতে পারি,
তোমার কথা ভুলতে পারি,
তোমায় ছাড়ার কষ্টটাকে সইতে পারি।


আমি এখন যুঝতে পারি,
গোলকধাঁধা অচিন পথে খুঁজতে পারি,
ট্রাফিক বাতির লাল আলোতে,
তোমার জন্যে থামতে পারি।
দাঁড়িয়ে থেকে বিরস মুখে,
আস্তাকুঁড়ে ফিরতে পারি,
আমি এখন বুঝতে পারি,
তোমায় ছাড়ার কষ্টটাকে সইতে পারি।


আমি এখন দেখতে পারি,
রঙ বে-রঙের পাথর নুড়ি চিনতে পারি,
রত্ন পাথর যা দিয়েছি তোমার হাতে,
তার কিছুটা চাইতে পারি!
ডুবতে পারি, ভাসতে পারি,
ঘুর্ণি স্রোতে নামতে পারি।
দিনের শেষে তোমায় ছাড়া,
একলা একা হাঁটতে পারি,
তোমায় ছাড়ার কষ্টটাকে সইতে পারি।


এখন আমার বোধ হয়েছে,
দেনা-পাওনা শোধ হয়েছে,
অবিশ্বাসের ক্রোধ মরেছে,
অভিমানের ক্ষোভ থেমেছে।
আমায় ছেড়ে চলে গেছো?
তাতে আমার বয়েই গেছে!
তোমায় ছাড়ার সেই কষ্টটা
একেবারেই মিলিয়ে গেছে।


নভেম্বর ২২, ২০২৩
ভ্যাংকুউভার,  কানাডা