প্রাংগনে মোর বৃষ্টি পড়ে,
হঠাৎ করে ভর দুপুরে,
তোর সাথে ভিজবো বলে আজ।
রোদে ছাওয়া দুপুরটাকে,
জ্বলতে থাকা শিমুলটাকে,
হাত নেড়ে বলে দিলাম বিদায়।


টিনের চালে রিনিঝিনি,
কানপেতে অবাক শুনি,
কে বাজায় এই সুরেলা প্রলাপ।
বাশের পাতা জড়োসড়ো,
বাতাস গায়ে লাগছে বড়,
খুজে ফিরি হারানো আলাপ।


কালো মেঘে সাদা বক,
পথ হারিয়ে ছটফট,
খুঁজে ফেরে হারানো দোসর।
বুকের মাঝে চিনচিন,
এই ব্যাথা বড় অচিন,
তোর প্রেমের হয়েছে আছর।


বৃষ্টি শেষে রোদের ঝিলিক,
ধানের ক্ষেতে নাচছে শালিক,
খুশির আমেজ যেদিকে তাকাই।
ঘাসের সবুজ ঝলমল,
আলতো ছোয়া মখমল,
তোর হৃদয়টাও ছুয়ে দিতে চাই।