আবার প্রজাতির পাখায় চড়ে ফাগুন এলে,
নীলাকাশের পড়লে ছায়া দিঘির জলে,
বুকে পোষা বিষাদ খানি কেটে গেলে,
বসব দুজন মুখোমুখি সন্ধ্যা হলে।

তুমি আমি বন্দি থাকি খুপরি মাঝে,
অভিমানের পাহাড় জমা সকাল সাঁঝে,
বোবা মনের ভালোবাসা কেঁদে মরে,
বন্ধ থাকা হৃদয় দ্বারে কড়া নাড়ে।

দুটো কথা বলার মতো অবসর,
অলস ভাবে বসে থাকার একটু প্রহর,
শত চেষ্টাতেও পাইনি মোরা জীবনভর,
বেঁচে থাকার চেষ্টাই শুধু রাত দুপুর।

বুকের খাঁচায় বন্দী যত স্বপ্ন ছিল,
অনাদরে সবাই কেমন পালিয়ে গেলো,
ভাঙ্গা বুকে প্রেম কি ছিল কোনো কালে?
হাতড়ে খুঁজি কাজের ফাঁকে সময় পেলে।

টবে রাখা পর্তুলিকা ফুলের মতো,
ভালোবাসা হৃদয় জুড়ে ছিল যতো,
রঙ হারালো ধীরে ধীরে অনাদরে,
তমসাতে হয়তো একদিন যাবে ঝরে।