সে ছিল তোমার আমার একান্ত সমঝোতা,
নি:স্বার্থ ভালোবাসার দ্বিপাক্ষিক চুক্তি এক।
যদি মেনে চলো, তো সবকিছু সহজ একদম,
যদি না মানো, তোমার নামে যাবে না সমন,
ধরে বেঁধে আনতে যাবেনা কেউ জোর করে,
শুধুমাত্র তোমার মনে লাগতে পারে অস্বস্তি,
যদি তোমার মন বলে কিছু থেকে থাকে।
  
কি এক অদ্ভুত বেদনা, যুক্তিহীন চাপা কান্না,
অথবা জীবনব্যাপী অনন্ত বিরহের সূচনা,
একটু যদি ছুঁয়ে দেখতে, একটু যদি বুঝতে!
বিদায়ের বিষাদ ভারে ভারাক্রান্ত সারাক্ষণ,
হারানোর ভয়ে ভয়ার্ত, একদা চঞ্চল হৃদয়,
অপেক্ষায় থাকে কোনো অবিশ্বাস্য যাদুর।


তবু এখনো ভালোবাসছি তোমায় খুব বেশী।
যতটুকু আবেগ আছে সবটুকু নিংড়ে দিয়ে,
হৃদয়ের আনাচকানাচ চেছেপুছে খালি করে
ভালোবেসেও মিটছে না ভালোবাসার স্বাদ।
বেশীদিন বাকী নেই হয়তো, তাই যত পারি,
তোমাকে জর্জরিত করে যাই প্রনয়ের ঋণে,
আপাদমস্তক, মন, অনুভবের প্রতিটি কোষ।