জাতীয় ফুল, শাপলা ফুল,
ভাসে বিলের জলে,
লাল সবুজের পাপড়ি মেলে
ফোটে বর্ষা কালে।
রোদের আলো গায়ে মেখে
খুশিতে আটখানা,
ডুব সাঁতারে দিন কেটে যায়,
নেইকো কোনো মানা।
না'য়ের মাঝি, নদীর জেলে,
সবার কত আপন,
একটু জলেই ফোটে থাকে,
রঙিন  তারার মতন।
জলজ সুবাস বুকে নিয়ে
ঢেউয়ের তালে দোলে,
জিরোয় বসে জল ফড়িং
ক্লান্তি নেমে এলে।
মিষ্টি খুকো শাপলা ডগায়
বানায় গলার হার,
জগৎ জুড়ে এমন ফুলের,
জুড়ি মেলা ভার।


ভ্যাংকুউভার, কানাডা
জানুয়ারি ২৫, ২০২৪