প্রাণের গহীনে বেদনার বিন্দু,
মনে হয় যেন অতলান্ত সিন্ধু।
ঘিরে রেখেছে সব আঁধার করে,  
অব্যাক্ত যাতনা নিশিদিন ধরে।
পুড়ে মরে মন সদা পলে পলে,
শান্তি পাব কোথা, কার কাছে গেলে?
ভাবনা একাকী তার নাম লয়ে,
কাটে প্রহর মহা যাতনা সয়ে।
এর মাঝেই একটু পাই শক্তি,
চরণতলে তোমার করে ভক্তি।
তার বদলে না চাই ধন মান,
শান্ত করে শুধু দিও এই প্রাণ।


আঁধার নিশীথে তোমার সকাশে,
হৃদয় খুলে কত প্রার্থনা আসে।
মনে হয় এ বুঝি শেষ যামিনী,  
দেখব না আর শ্যামল ধরণী।
সীমাহীন তরাসে অন্তর কাঁপে,  
সভয়ে চিত্ত অস্থির হয়ে ছোটে।  
খুঁজে ফেরে একটু আশার বাণী,
মাথাখানি রেখে চরণে,
ক্ষমা করে দাও সব কিছু মোর,
ভুল যত আছে জীবনে।


(২১.০৮.২০২১, ঢাকা) অক্ষরবৃত্ত