সেদিন ভরা বর্ষার জলের প’রে,
উঠেছিল পূর্ণিমার চাঁদ,
ঝিঁঝিঁ ডাকা সন্ধ্যার অন্ধকারে।
সবটুকু রূপের পসরা সাজিয়ে,
রুপালী আলোর বান ছড়িয়েছিলো
সবুজ পৃথিবীর বিস্তৃত চরাচরে।
বাঁধনহারা জলের মাঝে,
জেগেছিল উচ্ছ্বাসের তুমুল ঢেউ,
মুগ্ধতার অদ্ভুত শিহরণে।
যেমন উচ্ছ্বাস জাগত,
হাজার বছরের প্রিয় বাংলায়,
বঙ্গ, হরিতট, সমতট, পুড্রর কালে।
//
তারপর বহু দিন পরে,
আবার উঠেছিল চাঁদ একাকী নির্জনে,
ব্যস্ত শহরের আকাশের কোনে।
সারি সারি নিয়ন বাতির মাঝে,
অদ্ভুত বিষণ্ণ মুখ খানি তার গিয়েছিল দেখা,
এক পলকের তরে,
পর্দা উড়া জানলার ফাঁক গলে।
নিচে নেই কোনো জল,
নেই কোনো মায়াবী ছায়া,
আলো জ্বলা শহরের আকাশে,
সে হয়ে উঠেছিল ভীষণ খাপছাড়া।