আকাশ ভরা তারা,
আকাশ ভরা ভাবনার জাল বোনা।
কোনো তারার মাঝে আছে নাকি প্রান?
জানিনা তার পাব কি সন্ধান?
জানিনা তার রুপের ঝলক কেমন,
শীত গ্রীষ্ম আসে নাকি এমন?
সাগর মরু বন পাহাড়ের ছবি,
হয়তো কোথাও আছে তাদের সবি-ই।
কত শত আকাশ গংগা আছে?
তার খোজ কে নিয়েছে কবে?


তোমার আমার সবার বুকের মাঝে,
ছোট্ট একটি তারা কিন্তু আছে।
সকাল দুপুর বিকাল সাঝে রাতে,
হাজার রঙের ফুল সেখানে ফুটে।
আপন ভাবের মেলা বসে তাতে,
আপন স্বপ্নে সবাই মেতে থাকে।
সবাই হয়তো বাস করি এক ঘরে,
ভাবনাগুলো আলোক বর্ষ দূরে।
মহাকাশের অযুত তারার মতো,
ভাবনা সবার লক্ষ কোটি শত।
হয়তো তারার খবর জানা যাবে,
মানব মনের খবর তবু অজানাই রবে।