বৃষ্টি, আহা বৃষ্টি!
নয় সে তো অনাসৃষ্টি।
যদি আঁধার ঘনায় তাতে ক্ষতি কি?
বৃষ্টি, আহা বৃষ্টি!

উত্তাপে ভরা বসুধা,
ক্লান্ত সাঁঝের বেলা,
আকাশে ঘনায়ে এলো মেঘ,
শীতল হাওয়ার ঝড়ো বেগ,
যদি উড়ায়ে নেয় অবসাদ,
ক্ষতি কি?

বৃষ্টি, আহা বৃষ্টি!
নয় সে তো অনাসৃষ্টি।
যদি আঁধার ঘনায় তাতে ক্ষতি কি?
বৃষ্টি, আহা বৃষ্টি!

কার্নিশে ঝরে রিনঝিন,
বাঁজায়ে অশ্রুত বীণ,
মনের গভীরে হাহাকার,
আঁধারে আঁধারে একাকার,
পাই যদি কাছে তোমাকে,
ক্ষতি কি?

বৃষ্টি, আহা বৃষ্টি!
নয় সে তো অনাসৃষ্টি।
যদি আঁধার ঘনায় তাতে ক্ষতি কি?
বৃষ্টি, আহা বৃষ্টি!

আঙিনার কোণে ফোটা ফুল,
গন্ধে হয়েছে আকুল,
মনে পড়ে যায় সেই দিন,
স্মৃতিরা কতোই রঙিন,
ফিরে যদি আসো একবার,
ক্ষতি কি?

বৃষ্টি, আহা বৃষ্টি!
নয় সে তো অনাসৃষ্টি।
যদি আঁধার ঘনায় তাতে ক্ষতি কি?
বৃষ্টি, আহা বৃষ্টি!