তবু তুমি থাকো,
রোজকার আয়োজনে,
চেনা গল্প অভিমানে,
বিশ্বস্ত অভ্যাসে,
প্রিয় কোনো ডাকনামে,
ভাবনা বাস্তবের
অলংঘনীয় ব্যাবধানে।
তুমি থেকে যাও,
স্থায়ী জন্মদাগের মতো,
সতত ভাস্বর,
স্পর্শকাতর গোপনে,
অলিন্দে-ধমনিতে
রক্তের আন্দোলনে।


তুমি থেকে যাও,
স্বতস্ফুর্ত ভাবনায়,
কালি কাগজের সংঘাতে,
বোধ অপবোধের
আপাতঃ দ্বন্দের আবর্তে,
আমার ভেতরে, বাহিরে,
প্রগাঢ় ভালোবাসায়
উল্লসিত আবেগে,
শিহরিত চিৎকারের।
তুমি থেকে যাও,
তোমার মতো করে,
চিরাচরিত অধিকারে,
সবটুকু দাবি নিয়ে,
শিশুর সরলতায়,
প্রাণের গোপন গভীরে।


শুধু তুমিই থাকো,
বেলা শেষের নির্জনে,
পরম বিশ্বস্ততায়,
অকথিত আহবানে,
প্রতিশ্রুতিহীন বন্ধনে,
হৃদয়ের প্রয়োজনে।
শুধু তুমিই থাকো,
এই স্তব্ধ চরাচরে,
নিশিথের অন্ধকারে,
প্রচ্ছন্ন ভাবনায়,
খুঁজে পাওয়া
কবিতার সুচিন্তিত অক্ষরে।


মে ৯, ২০২৪
ভ্যাংকুউভার, কানাডা