ভর দুপুরে ছেলেপেলে আম বাগানের তলে,
মন্দ নয় ধমকা হাওয়ায় দু'একটি আম পেলে।
ভর্তা করে খাওয়া যাবে সবার সাথে মিলে,
তাপদাহের যন্ত্রণাটা একটু যদি কমে।


অল্প দূরে পাটের ক্ষেতে চাষিদের ব্যস্ততা,
নিড়ানি দিয়ে করতে সাফ বুনো লতাপাতা।
রোদে হাওয়ায় উঠবে বেড়ে স্বর্নসূত্রের গাছ,
বর্ষাকালে বিক্রি করে হবে অনেক লাভ।


মধ্য বিলে ধানের ক্ষেতে পাকা ইরি ধান,
দ্রুত গোলায় তুলতে হবে আসার আগে বান।
কৃষক কাটছে সোনালী ধান নেই অবসর,
যতই আসুক রোদ বৃষ্টি কালবৈশাখী ঝড়।


নতুন জলে খালের পাড়ে পড়ে গেছে সারা,
ঝাঁকে ঝাঁকে বাহারি মাছ পড়ছে আজ ধরা।
ছেলে বুড়ো খুকা খুকি আনন্দে আটখানা,
নতুন মাছে হবে আজ মজার মজার খানা।


তপ্ত গ্রীষ্মে সোনার বাঙলার মনোহর রূপ,
যতই দেখি তারে ফিরে না দুই চোখ।
বারবার আমি তাই ফিরে আসতে চাই,
পূন্যঘেরা জন্মভূমি প্রিয় বাঙলায়।