সান্ধ্য আকাশে আগুন লেগেছে আজ,
অপার্থিব আলোকের বর্ণিল সাঁজ।
মাখামাখি করে আছে সিঁদুর চন্দন,
মুগ্ধ সমীরণে ঘরে ফেরা বারণ।
তৃষিত নয়নের আজ পুরা হল সাধ,
চারপাশে ছড়ানো অবাধ উচ্ছ্বাস।
কবাটে অন্তরীন হৃদয়ের মাঝে,
মুক্তির গান যেনো উঠলো বেঁজে।
গোধুলীর মায়াকাড়া স্নিগ্ধ সন্ধ্যায়,
গভীর প্রশান্তি মনে পরশ বুলায়।
অনাদরে বেড়ে উঠা অশ্বথের ডালে,
সূর্যের শেষ কিরণ উছলিয়ে পড়ে।
ঘাসফুল কাশফুল পরাগ ছড়ায়,
জলের কিনারের পানা ফুলও তাই।
সবুজ ঘাসের বুকে প্রজাপতির নাচ,
সাতরঙা সন্ধ্যার মোহনীয় সাঁজ।
জোড়া শালিক শেষবার খড়কুটো নিয়ে,
তাড়া করে অগোছালো নীড়ে যায় ফিরে।
বাদুড় পেচারা বসে পাতার আড়ালে,
কখন সূর্য ডোবে তার অপেক্ষা করে।
আধার ঘনায় যখন পশ্চিম আকাশে,
অদ্ভুত বিষন্নতায় মন যায় ছেয়ে।
কেন যেনো মনে হয় প্রিয় কোন জন,
চলে যাচ্ছে কেটে দিয়ে মায়ার বাঁধন।