আমের পাতার চরকি ঘুরে,
দমকা হাওয়ার তোড়ে,
ঝিকিমিকি রোদের খেলা,
ঢেউয়ের মাথায় চড়ে।
চৈত্র মাসের আগুন গরম,
উঠলো নাভিশ্বাস,
দীঘির জলে নাইতে নেমে,
আনন্দ উল্লাস।
আম কাঠালের গাছের তলে,
শীতলপাটি মেলে,
শরীর খানা নেয় জুড়িয়ে,
গায়ের ছেলেপেলে।
হঠাৎ যদি ঝরে পড়ে,
কচি দুটি আম,
কাড়াকাড়ি সবাই মিলে
আনন্দে আঁটখান।
অল্প দূরে বিলের প'রে,
ব্যাস্ত সবাই কাজে,
আসবে ফিরে ঘরের পানে,
দিন গড়ালে সাঁঝে।
কৃষক বুনে কঁচি চারা,
ইরি ধানের ক্ষেতে,
আলো হাওয়ায় পাটের গাছ,
দ্রুত বেড়ে উঠে।
কচি পাতার সবুজ রঙে,
আলোর মাখামাখি,
তাই দেখে কি অবাক হয়ে
নাচে শালিক পাখি।
ঈশান কোণে কালো মেঘ,
জমলো হঠাৎ করে,
কালবৈশাখী আসে ধেয়ে,
খিল দিল সব ঘরে।


(কসবা, ব্রাহ্মণবাড়ীয়া ২৬/০৩/২০২২)