আজ এইখানে থেমে গেলো জীবনের কোলাহল।
তোমার চোখের মিছে দু’ফোঁটা জল,
পারবেনা রাখতে আমায় ধরে,
তোমাদের কপটতায় মুড়ানো সংসারে।
তোমার অশ্রু ঝরেনি হৃদয় হতে,
ঝরেছে লৌলিকতার প্রয়োজন মেটাতে।
আমারে তো কোনোদিন ভালবাসোনি,
অপ্রয়োজনের কাছেও ডাকোনি।
চেয়ে দেখোনি কি ছিল হৃদয়ে আমার,
বুঝতে পারোনি কি ছিলে হৃদয়ে আমার।


অনন্ত প্রেমের কি কভু হয় ক্ষয়?
দেহ শুধু মিশে যায় মাটিতে,
বুকের আঁধারের প্রেম ছড়ায়ে যায় আলোতে,
নশ্বর হয়ে যায় অবিনশ্বর, ক্ষয়িষ্ণু প্রেম হয় অক্ষয়।
তোমাদের চুনের প্রলেপ দেয়া চেহারায়,
জড়ানো থাকে যে মুখোশে।
খসে পড়ে সব অকস্মাৎ,
যখন ফুরায় দেহের উত্তাপ।
সেইসব প্রেমিকেরা আর দেখেনা ফিরে,
তোমাদের আলো যখন হারায় অন্ধকারে।
তখন তারা নতুন ঝর্না খোঁজে,
আবার হারায় দেহের ভাঁজে ভাঁজে।
তোমাদের কংকাল বেঁচে থাকে মানুষের মতোন,
ক্লান্তিতে, অবসাদে ঘেরা এক জীবন।