অনুভূতি ভোঁতা হয়ে আসে,
কি এক অদ্ভুত আক্রোশে।
কার তরে এতো ঘৃণা ছিল জমা,
এতোদিন জানা ছিলনা।
আজ সহসা বর্ষার সন্ধ্যায়,
তীব্র বিষন্নতায় মন ছেয়ে যায়।
পুরোনো পাপের খেদ,
নাকি জিঘাংসার রেশ,
ক্ষণে ক্ষণে ছড়ায় ধমনীতে,
চারপাশে জমাট বৈরী পরিবেশ।


যে তুমি ছিলে এতোদিন,
আনন্দ আড্ডায় নিশিদিন,
কোথায় হারালে প্রিয়তমা?
যখন হয়ে গেলাম বাস্তুহারা।
সব রোদ, সব মেঘ শেষ হয়ে গেছে,
উজ্জ্বল নক্ষত্ররা সমাহিত হয়েছে,
অজানা কোনো কৃষ্ণগহ্বরে,
শুধু অসমাপ্ত আক্রোশ জেগে থাকে অন্তরে।


সে এক আশ্চর্য অনুভূতি মনে,
আঘাত করে যায় প্রতি ক্ষণে ক্ষণে।
বাঁচিয়ে রাখে নিতে নির্মম প্রতিশোধ,
ধ্রুবতারার মতো চিরস্থায়ী কোনো বোধ।
শেষ হয়না যা কোনোদিন কোনো কালে,
যতই বোলাও হাত তপ্ত কপালে।


হৃদয়ের রক্ত ক্ষরণ সেই বোঝে যার গেছে,
কি করে বুঝবে তুমি মর্মর প্রাসাদে বসে?
আমি মুসাফির ভুল করে কাছে এসেছিলাম,
তাই কঠিন আঘাতে ফিরে গেলাম।
সেই সাথে চিনে নিলাম হৃদয়ের নির্মমতা,
জানলাম প্রেম ভালোবাসা ডাহা মিথ্যেকথা।
মেনে নিলাম প্রেমের চেয়ে ঘৃনার শক্তি বেশী,
অনন্ত আক্রোশ বুকে নিয়ে বেঁচে আছি।