শেষ হলো দিন, হয়ে যাবো বিলীন,
        সন্ধ্যা তারার মাঝে।
আঁখি পটে আধার, নেমে এলো এবার,
        বিষন্ন এই সাঁঝে।
কান পেতে শুনি, ও’পারের ধ্বনি,
       ডাকিছে নিরন্তর।
ছেড়ে দাও মোরে, রাখিওনা ধরে,
       এসেছে নিমন্ত্রণ।
সব হাসি খেলা, ফুরালো এ বেলা,
       ব্যস্ত দিনের শেষে।
খেয়া বাঁধা কুলে, কালো পাল তুলে,
       নিয়ে যাবে ওপাশে।
অচেনা সে না’য়ে, রাতের আঁধারে,
      বন্ধু পাবো কোথায়?
ভয় জাগে মনে, পথ চিনিনা যে,
      তরী যদি ডুবে যায়?
খেয়া ঘাঁটে বসে, চেয়ে দেখি পিছে,
       শোকের মাতম শেষে।
ফিরে গেছে সবে, নিজ নিজ কাজে,
       আমার স্মৃতি মুছে।
বৃথা হলো আজ, প্রিয় সব কাজ,
       কানাকড়ির নেই দাম।
ভালো কিছু ফেলে, মনের ভুলে,
        নকল কিনেছিলাম।
কষ্টের তোড়ে, জলে চোখ ভরে,
       কেউ নেই মোছবার।
অচেনা সে পথে, দুরুদুরু বুকে,
     একাকী যাত্রা আমার।