শ্রাবন ঝরে ঝরে,
বেদনা লুটায়ে পড়ে,
চারপাশ ঢাকিলো তমসায়,
কি যেন মনে এলো সহসায়।
তড়িৎ চমকে, বজ্র ঝমকে,
শিহরিয়া উঠে মনপ্রাণ,
কে যেন বাজায়ে চলে,
সিক্ত গগন তলে,
হৃদয় ভাংগা কোনো তান।
বুঝি না সুরে সুরে,
কি কথা যায় বলে,
বুঝি শুধু মন নেই মনে আর,
বেলা বুঝি এলো পথ হারাবার।


কামিনী মালতী তলে,
ফুলেরা সদলবলে,
স্নান করে ধারাজলে অবিরাম,
কেহবা লুটায়ে পড়ে,
সবুজ ঘাসের প'রে,
সুবাস বিলায়ে চলে দিনমান।
মনের যাতনা গুলি,
বের হয়ে কবাট খুলি,
মিশে যেতে চায় দূর আকাশে,
কি জানি কি কথা,
না বলা দুঃখ ব্যথা,
বলিবার চাহে আজ প্রকাশে।


সিক্ত শীতল বায়ে,
চাতক পাখা মেলে,
সাধ করে গগনে উড়িবার,
তৃষ্ণা মিটিবে বুঝি আজ তার।
জন্ম জনম ধরে,
ভিজিতেছি ধারাজলে,
মিটেনা হৃদয়ের সাধ আর,
ভিজিতে চাহে সে বারেবার।