(১)
ভাত নাই গৃহে কি যে মুখে দিবে
ক্ষুধায় শরীর কাঁপে।
দুই মুঠো অন্ন পেলে হই ধন্য
প্রানখানি যায় বেঁচে।
কঠিন পরীক্ষা শুধুই অপেক্ষা
সুদিন আসবে কবে?
জগতের পিতা কর মোরে কৃপা
অভাব ঘুচাও তবে।
(২)
সে কি এক ব্যাধি দিলে নিরবধি
কিছুই রুচেনা মুখে।
চারপাশ ভরা খাবারের থালা
দেখে যাই শুধু চোখে।
অঢেল বিত্ত হাড়ি ভরা পথ্য
স্থানুবৎ পড়ে গৃহে।
সব কিছু নিয়ে দাও ফিরায়ে
হারানো শক্তি দেহে।
(৩)
সকাল হতে ব্যস্ত দুই হাতে
করি জীবিকা অন্বেষণ।
ভাত দুই চার মুখে তুলিবার
সময় পাইব কখন?
থলে বাজারে প্রতিদিন ভরে
দিয়েছেন প্রভু অশেষ।
সব কিছু আছে হাতের কাছে
নেই বিশ্রামের লেশ।