তোমার অপেক্ষায় বসে আছি
সকল ব্যাস্ততা ভুলে,
মগজের কোষে বিষন্ন স্মৃতিরা
একঘেয়ে সুর তোলে।
এক ঝাক সাদা বক উড়ে গেল
উত্তর থেকে দক্ষিণে,
আঁধারে হারাবে বলে পথ খুঁজে
সূর্য, ঐ দূরের বনে।
আমার আত্মা ধ্যানে বসা যোগী
এক, স্পর্শহীন চেতনায়,
হাজারো অলংকরণের তোমাকে
সাজায়, বিশুদ্ধ মহিমায়।
জলের কলকাকলীতে ভাংগে না
প্রগাঢ় নিরবতার ক্ষণ,
সে জলের শব্দের মাঝেই তো পাই
তোমার কথার অনুররণ।
বিকেলের জল, আমায় কি নিবে
তুমি মোহনার কাছে?
বিকেলের জল, এই সমুদ্র চোখের
জলেই তো নোনা হয়েছে।