তোমার চোখ খয়েরী না বাদামি,
সে তর্কে কখনোই যাই না আমি।
শুধু জানি, মুগ্ধতার অশেষ আধার এক,
আবেগী চিত্রকরের রংতুলির নিপুণ ছোঁয়া
তোমার চোখ, তার অন্য উপমা খুঁজি না।


তোমার চোখ, যাকে আমি বলি "নেবুলা",
ছায়াপথের দূরতম নক্ষত্রের মতো
আমাকে দিশা দেয় নিশিথ তিমিরে।
ধুসর প্রত্যুষে সোনালী রশ্মি হয়ে
আলোকিত করে অবসন্ন হৃদয়, তোমার চোখ!


যে চোখের নরম চাহনিতে মিশে থাকে,
অভয় আর আশ্বাসের চিরচেনা বার্তা।
নিঃশব্দে যে ছড়ায় গভীর মায়ার আবেশ,
সে তোমারই ঐশ্বরিক চক্ষু যুগল,
আমার ছন্দের অবিরত অনুপ্রেরণা।


তোমার চোখ প্রথম দেখার পর,
নির্মোহ বিচারকের মতো আমি,
চেয়ে দেখেছি প্রতিটি নারীর চোখে,
আছে কি-না আরো সুন্দর কোনো আঁখি?
বারবার আমি ক্লান্ত হয়ে ফিরে এসেছি,
অপার বিস্ময়ে তোমার পদ্মচোখে চেয়ে থেকেছি।