বিভ্রান্ত করার চক্রান্ত চলছে,
আসল সত্যিটা বুঝে নিতে হবে।
আসল কেচ্ছার বীজ মাটি খুঁড়ে-
উপড়ে পুড়িয়ে দিতে হবে।
উঠে দাঁড়াতে হবে,
ঘুরে দাঁড়াতে হবে,
হিপ্নোটিজমের আওতায় এলে হবে না।

বিভ্রান্ত করার চক্রান্ত চলছে,
মেলায় পুতুল নাচ নাচলে হবে না।
যেমন খুশি সাজোর আসরে-
আসর মাতালে হবে না।
চিনে নিতে হবে,
মেপে নিতে হবে,
হিপ্নোটিজমের আওতায় এলে হবে না।।