রঙ লাগুক সব মনে,
সব কোণে, সব জনে।
রঙে রাঙুক ভিতর,
রঙে রাঙুক বাহির।
রঙ মিলিয়ে দিক,
অসমাপ্ত রামধনু
রঙ শিখিয়ে যাক,
একতার দীক্ষামন্ত্র
রঙ ছেটানো হোক-
সব সাদাকালোয়।
রঙ মিশুক সব প্রাণে,
সব গানে, সব খানে।।



#কবিতা : রঙ লাগুক।
#লেখা ও স্বত্ব : কাঞ্চন মিত্র।



(শুভ দোলযাত্রা ও বসন্ত উৎসবের আন্তরিক শুভেচ্ছা সকলকে)।