চিনতে নাকি, চিনো তোমরা রফিক তার নাম!
জন্ম তার মানিকগঞ্জে পারিল নামক গ্রাম।
১৯২৬ সালে মা-রাফিজার ঘরে,
ফুটফুটে যে শিশু এল ভাষা রক্ষার তরে।


লতিফ মিয়ার পাঁচ ছেলে, রফিক সবার বড়
তাইতো বাবা বলতেন সদা-ই একটা কিছু করো;
স্কুল, কলেজের পাঠ চুকিয়ে ব্যবসায় বসেছে মন,
ভাল কিছু সে করবেই, এটাই তার পণ।


একই গ্রামের পানু-দি-কে ভালবাসত ভাই
আহা! সে কি মধুর সম্পর্ক তার তুলনা নাই।
ভালবাসা সার্থক হবে, হবে তাদের বিয়ে
ঢাকায় গেল বিয়ের বাজার করতে, মনে আশা নিয়ে।


ফেরার পথে শুনতে পেল-
রাষ্ট্রভাষা বাঙলা চাই, বাঙলা ছাড়া উপায় নাই-
আমতলির ঐ মিছিলটাতে সেও হলো যোগ;
ভাষার জন্য ভাষার মানুষ পেতে দিল বুক।


পাকিস্তানী হায়েনারা করল তারে গুলি
মাথা তার ঝাঁঝরা হলো, বন্ধ হল বুলি,
তার রক্তে বায়ান্ন-তে পেলাম বাঙলা ভাষা
দেশের জন্য ছিল তার অগাধ ভালোবাসা।


মানিক্গঞ্জের এই কৃতী সন্তান, সিংগাইরের-ই বীর
জীবন দিল ভষার জন্য উঁচু করে শির,
ভাষার জন্য সে-ই প্রথম দিয়েছিল প্রাণ
তাইতো সে স্মৃতিতে মোদের চিরদিন অম্লান।
          
           .............*.............