একটা কথা বলতে চাই
স্বাধীনতার জন্য ভাই।
চেয়ে চেয়ে দেখছি শুধু
কিছুই যেন করার নাই!


হরতাল, অবরোধ চলছে দিবারাত্র-
মরছে মানুষ, মরছে শিশু, মরছে কত ছাত্র।
বাংলার গায়ে লেগেছে আবার অহিদুরের রক্ত,
হায়েনার দল লাশের উপর গদি করছে পোক্ত।


সন্ত্রাস আর দুর্নীতিতে ভরে গেছে দেশটা,
এই মাটিতে রয়ে গেছে শকুনিদের রেশটা।
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হু-হু করে ছুটছে;
দারিদ্রতার করাল গ্রাসে দেশটা যেন ডুবছে।


অশিক্ষা আর কু-শিক্ষায় জাতি আজ শিক্ষিত,
রাজনীতির ঐ কালো ছায়ায় মাদকসেবী দীক্ষিত।
ঘুষ না দিলে হয় না'কো কাজ, হয়না কোন চাকরি!
বাসের ভাড়া বাড়ছেই ভোগান্তিতে যাত্রী।


যেইখানেতে যাইগো কাকা, মানছি শুধু হার
এই দেশেতে স্বাধীনতা খুঁজে পাওয়া ভার!
আকাশ বাতাস ভারী আজ ক্ষুধা, দুঃখ, দুর্দশায়;
সবাই যে তাই অধীর, পাঞ্জেরীর প্রত্যাশায়।