দাদু তুমি কাঁদছো কেন
কি হয়েছে ভাই ?
এই পাড়ার ঐ ময়না টার আজ
হচ্ছে বিয়ে তাই।
ময়না টিয়ার বিয়ে হবে
এ আর এমন কি?
এই পাড়ার ময়না টিয়া
অন্য পাড়ার ঝি।
কাঁদছি আমি অন্য কারে
বুকের ভেতর চিলিক মারে,
আমার হৃদয় শূন্য করে
ময়না যে যায় অন্য ঘরে।
দাদু তুমি হচ্ছো বুড়ো
বলছো এ কী ভাই !
কেউবা তোমায় ডাকছে "খুড়ো"
লজ্জা-শরম নাই ?
যৌবনে যে রঙ ধরেছে
করবো কি আর বল,
ময়না টিয়া দেখলে পরে
জিভে আসে জল।
বুড়ো দাদু আর কেঁদো না
আর করো না ঢঙ,
তোমার ঘরের ময়নাটারও
গায়ে লেগেছে রঙ।
ময়না খোঁজে নয়াল মানুষ
হাত বাড়ালেই পাই ,
শরীর যদি না জাগে গো
মন জেগে লাভ নাই।
তাই তো বলি দাদু ভাই
ঘরের খবর লও,
ঘরের ময়না পর করে ক্যান
পরের আপন হও?