যেথায় যাই_
আমি গাঁয়ের ছেলে
           যেনো আনন্দ মেলে।
কখনো হাল চাষের
                   লাঙল কাধে ধরি,
কখনো মিঠা নদীর
                     মাছ শিকার করি।
আমোদ মনে ছন্দ আমার_
                           সরল আমার হাসি,
স্বর্ন পাতায় বর্ন আমার
            গাঁয়ের কূল বড্ড ভালোবাসি।
মাঘ মাসে তে সরিষা ফুল আর_
                           খেজুর রসের ঘ্রান
গাঁয়ের প্রান বৈশাখে তে _
                               ঘরে তুলি ধান।
চাষির চাষা বদন হাতে_
                           গাঁয়ের কূলখানি,
মুখের ভাষা তৃপ্ত আমার_
                             মাতৃসুরের বাণী।
উঠোন ঘরে স্নিগ্ধ বাতাস
          বহে যায় হৃদ কপট খুলে,
সুখ খানিকে আপন করি
                   সবুজের আচল মেলে।
রাতের আকাশ ছাউনি ঘরে
    তারা মেলা লুকোচুরি খেলে,
চন্দ্র আমার ভীষণ আপন
আলাপ শেষে নিদ্রায় যেতে বলে।