চোখ বুজো আজ ঘুমাও তুমি
তন্দ্রা ডাকে নীরে
জেগো না এই রাতখানি তুমি
বৃথা অশ্রু ঝরে।
স্মৃতিরা সব হাতরাবে জানি
ভাবাবে তার কথা
চোখ বুজে তুমি ঘুমিয়ে পরো
তন্দ্রা যে নিরবতা।
সব ভুলে তুমি শুরু করো আজ
নতুন পথচলা
সূর্য যেমন আধার ভেঙ্গে
আলোকে দেয় সারা।
বসন্তে আজ কোকিল মেতেছে
নতুন গানের সুরে
প্রকৃতি সেজেছে নতুন সাজ
দুর্যোগ সব ভুলে।
তবে কেন তুমি পারবে না এক
তিক্ত অতীত ভুলতে
পারবে না কেনো প্রকৃতির মতো
নতুন সাজে সাজতে?