তুমি এসো, তোমার সময়ে
নিশ্চিন্তে থাকো;
নিঃসঙ্গতার চাদর জড়ায়ে
অপেক্ষায় থাকবো।


হৃদভূমি লিজ দিয়েছি
অজানা তোমায়;
আটকে আছি-
তোমার বিমূর্ত মায়ায়;


সচেতন-অবচেতন মনে
চলে অক্লান্ত লড়াই;
তবুও ধন্য আমি,
নিঃসঙ্গ হয়েও যেন সঙ্গীহীন নই!