সময়ের সূক্ষ্ম চাদরে আবৃত মানব জীবন;
সময়ই মানব জীবন করে নিয়ন্ত্রণ।
এক সময়ে কেউ হয়ে যায় আপনজন,
সময় পেরিয়ে গেলে ছিন্ন হয়ে যায় সে বন্ধন;
সবই সময়ের ভেলকি, সময়ের স্রোতে হয়ে যায় সব স্মৃতি।


সময়ের জটিল জালে সবই আছে আটকা পড়ে;
সময়ের জালে পড়ে মধুসূদন মরে অনাহারে।
এক সময়ে কেউ বসে পড়ে সিংহাসনে,
সময়ের যাঁতাকলে পিষ্ট হয়ে সে সিংহাসন হারায় পলাশীর প্রান্তরে;
সবই সময়ের ভেলকি, সময়ের স্রোতে হয়ে যায় সব স্মৃতি।


সময়ের বার্ধক্য নেই, সময় অনন্ত যৌবনা।
সময়ের তাগিদে আলেক্সান্ডার ঘর ছাড়ে বিশ্বজয়ে,
অর্ধ-পৃথিবী জয়ী বীরও ধরাশয়ী হয় সময়ের কাছে।
সময়ই কাউকে নেপোলিয়ান বানায়, সময়েই সৃষ্টি হয় হিটলার;
সবই সময়ের ভেলকি, সময়ের স্রোতে হয়ে যায় সব স্মৃতি।


সময়ের গাড়ি আছে, এ গাড়ির নেই কোনো ব্রেক;
সময় অপেক্ষা করে না বরঞ্চ সময়ই অপেক্ষা করায়।
ডায়নোসার-ড্রাগনের পর শকুনও যাবার পথে,
কিন্তু সময়ের কোনো ভ্রূক্ষেপ নেই, ছুটে চলছে অনন্তের পথে;
সবই সময়ের ভেলকি, সময়ের স্রোতে হয়ে যায় সব স্মৃতি।