আজ বইছে বৈশাখীর ঝড় হাওয়া,
শেষ বিকালের ঝড় হাওয়াটি ছিল তোমায় নিয়ে ঘেরা,
চারদিকে পড়ল হৈচৈ,ঝড় হাওয়া নিয়ে,
আর আমি পড়লাম তোমার আবেগের ঝড় নিয়ে,
বাতাস বয়ে ঝড় হয়ে,পানি সংলগ্ন হয়ে,
আর তুমি বয়,আমার প্রাণভ্রমরা হয়ে,
আস্তে আস্তে ঝড় কেটে গেল,
নদী হয়ে গেল শান্ত,তবে গহিনে রইল অশান্ত,
রৌদ্র বিদায় নেয় অস্ত জাইয়া,
আর তুমি বিদায় নিলা,বুকে অন্ধকারে আগুন জ্বালাইয়া,
পানি দেয় ঢেউ,দুঃখেরও দোলা,
আর তুমি দাও প্রেম, মনেরও খেলা,
নদী দ্বারা প্রবাহিত হয় কত ছোট ছোট নৌকা,
আর মানবীর এই হৃদয়ের আনুরাগে,প্রবাহিত হয় স্বচ্ছ আবেগ,
দিনের নাই দেখা, মনের নাই মিলন,
তাই তো সতেরও মিনিটকে মনে হয় সতেরও দিনের বন্ধিত বঞ্চন,
ঠাণ্ডা পানি পান করে,তৃষ্ণায় ভুগলাম শীতলতা,
আর  তোমায় দেখে ভুগলাম,
মনের প্রবল প্রেমতা,
ওগো নারী সরস্বতী,ওগো শ্রেষ্ঠ অবনীর তুমি,
গোলাপি নিতিতে গঠিত তোমারি এই মন,
তুমি যে দেবি ছাড়া অন্য কিছু নও।