হে মালা,
তুমি গেঁথেছ গাথা,
কনও এক বীরের জীবনে ,
গাঁথলে জীবনের ফুল,
শেষ বিকালে উদয় পুরের  পুষ্পে ফুটালে ফুল,
ফুলের মালা গলায় দিয়ে জীবন করলে বর্ণ,
শেষ বিকালে রওনা হলে হাথে রেখে ধন্য,
আজ নয়ত কাল গাথবে ফুলের মালা,
হয়ত জীবনের মালায়, নয়ত ফুলের মালায়,
গাথবে ফুলের মালা ফুল দিয়ে গেঁথে,
কখনও বা জীবনে, কখনও বা রঙ্গ মেলায় কখনও বা ফুলের মেলায়,
আজ তোমায় হারিয়ে ফেলবো শেষ বিকালের সূর্যাস্তে,
ফিরে পেতে চাই সূর্যাস্তের অপরিবর্ত,
প্রেম গাথে জীবনও মালা,
মালা গাথে জীবন,আর জীবন গাথে জিবনান্নঙ্গ,
শেষ বিকালের শেষ বিদায় তা করতে চাই না পূর্ণ,
পূর্ণ হলে হাইরিয়ে ফেলবো তোমায়
সূর্যাস্তের সঙ্গ,
তুমি শেষ বিকালে শেষ বিদায় এ গেঁথো ফুলের মালা।