আজ তীব্র আমি ক্ষুণ্ণ ,
গরম না সইতে পেরে অফুরুন্ন ,
অতি মাত্রায় কষ্ট না সইতে পেরে ক্ষুদ্ধ ,
মনের তৃপ্তি না মেটাতে পেরে ক্ষুদ্ধ ,
তোমার কণ্ঠ না শুনতে পেরে দুঃখিত ,
তোমায় কাছে না পেয়ে হলাম অতি বঞ্চিত ,
কি করি বলোগো ? আজ আমি অতি ক্ষুদ্র !
সব হারিয়ে এখন আমি পথের নিকট বাসিন্দা ,
না পারি বিষণ্ণতা মেটাতে , না পারি সুখ ভোগাতে ,
না পারি বর্তমান পরিস্থিতি অবহেলা করতে ,
মানে না মান কেউ এই শহরে,
তবে ভুক্তভোগী সর্বমানবী ,
কে জানে কবে , এই তীব্র ভোগান্তি সেরে উঠবে এই জাতির মানব
আজ আছি সুখে , কাল থাকবো দুখে , কে জানে ?
নিয়তি আছে বলে , নিয়ত করে চলি
সকলে যেন থাকে সুখী , তার নিজ নিয়তিতে ।
আমি এখন উষ্ণ বোধ করছি , মুখে নয় ,
তবে গহীন মনে ।
এই শহরে উষ্ণতায় উষ্ণতা বোধ করছি ,
খুজে পাচ্ছিনা পরিকল্পনা ,
তাই ঘুরে বেড়াচ্ছি ছন্দ ছেড়ে ।
নেইকো কোন ছন্ধ বলে ,
ছন্দ খুজে বেড়াচ্ছি উজাড় হয়ে ।
তবে তোমায় দৃষ্টিভোগ করলে,
হয়ত ফিরে পাবো কোন এক ছন্দ ।
এখন আমি ভুগছি মাত্রাহীন তীব্র তাপ ,
তাই শীতলতা ভোগের আশায় আছি ।
আছি তোমার অপেক্ষায় ,
শোক মিটিয়ে সুখ ভোগাতে ।
যদি পারো তবে দিও মোরে ,
ভুলিয়ে সব তীব্র মুহূর্ত ,
আর অবশেষে হয়ে যাও মোর ,
তীব্র মাত্রার প্রেম সঙ্গিনী ।