এখন থেকে শতকাল আগে;
তোমরা কেউ কি ভেবেছিলে ;
একদিন আসবে এই কাল ফুরিয়ে ;
এখন থেকে শতকাল আগে ।

আজও নবপৌষের প্রভাতে বায়ুতে স্নিগ্ধ অনুরণন বয়ে যায়;
আজি মানবরা দুর্বলতার প্রতিফলন দেখিয়েছে ;
আজি অবকাশের অভাব সৃষ্টি হয়েছে ;
আজি অভিরুচি বিহীনতা একসঙ্গে শামিল হয়েছে ;
কেন হয়েছে এত অমিল বলতে পারবে কি কেউ ?
আজি একাধারে বহুরুপে মানবের ত্রুটিবিচ্যুতি স্থাপনা হয়েছে ;
মানব থেকে দেখে দেখে সর্বজীবের মাঝে ।

আমি মানব; সৃষ্টিকর্তার তৈরি, সর্বোচ্চ ক্ষমতার  অধিকারী ;
অথচ জগত ঘুরে বেড়াচ্ছি স্বল্প সময়ের অধিকারী হয়ে ;
বলতে পারবে কি কেউ ?
আজ থেকে শতকাল আগে ।

মনে আছে এক প্রশ্ন বাস্তব কেন্দ্রিক রসায়ন মনভাবে ;
সর্ব প্রাণে সময় কেন স্বল্পায়ু প্রশান্ত ?
এখন থেকে শতকাল আগে ।

পৃথিবীতে এসেছি পরীক্ষা দিতে মায়া - বাস্তব ঘেরা দেয়াল দিয়ে ;
দেখেছি সবুজ ধান , দেখেছি বৃক্ষ , দেখেছি পাখি ;
দেখেছি মানব জীবন; নৈপুণ্য প্রেমের উপকূলে ;
তবে কি আমি পেতে পারি আরো এক যুগ ;
এখন থেকে শতকাল পরে ?

নিঃশ্বাসে নিয়েছি ভরসা , হাত দিয়ে মেনে নিয়েছি অধরা যুক্তি ;
আর মনে মনে মেনে নিয়েছি আমৃত্যু আবেগ ।
এখন হয়ত করবো ভুল , ক্ষণস্থায়ী বলে ;
প্রেমিকেরা প্রেম করে সাধ্যের বাধ্য হয়ে ।
মাটিতে নেই ঠাই , জীবনের নেই লক্ষ্য ;
তবে কি আমার সময় যাচ্ছে ফুরিয়ে ?

সব মিলিয়ে , সব হারিয়ে , সব ছেড়ে ;
হয়েছি আজ সর্বহারা ।
আসছে এক নতুন দিগন্ত , চেনা সেই পথে ;
চলো তবে সকলে  জুটিবদ্ধ হই, সমমুখী হই সেই পথে ।  

এখন থেকে শতকাল আগে , ছিলোনা আমার কিছু ;
ছিলোনা আমার অস্তিত্ব ; ছিলোনা আমার পরিচয় ;
তবে সকলের সাথে আজি জুটিবদ্ধ হয়ে , আরো একবার যুগ পাওয়ার আশায় ;
আমরা সকলে ঘুরে দাড়াতে চাই মোদের সর্বোচ্চ স্থানে ।