এ অবুঝ প্রাণে, সেই কবে লিখেছি নামখানি!


তোমারে পাবো না জানি!তব ছুটেছি এ যামিনী।



ভেবেছি অফুরান রচেছি কাব্য একান্তে নিরালা


তোমারে রেখেছি শিরোনামে প্রাণ দীপ মালা


আবৃত্তি করেছি হৃদয়ের মঞ্চে মঞ্চে রক্ত ঝরা


বুক ফাটিয়ে বজ্র কণ্ঠে বলতে চেয়েছি বসুন্ধরা।



অভিনয় করেছি তোমার নাট্য মঞ্চে উদ্দামে


ইচ্ছেটা বলে দিয়েছি উড়ন্ত কবুতরের নীল খামে


পোষ্ট করেছি সেই কবে!


তোমার পোষ্ট অফিসে- অনেক দিন হবে!!



বেলা শেষ হয়ে এলো- পথ এখনো অশেষ!


জুঁই -চ্যামিলী -গোলাপ -ফুটেনি  অনিমেষ।


বসন্ত চলে যাচ্ছে কোকিল ডাকেনি এখনো


ওই কবুতরটা কি ফিরে আসবে না কখনো?



হয়তো উত্তর লেখা হয়নি এখনো!


পৃথিবী ধুসর হয়ে আসছে-আকাশে কালো মেঘ!


ঘূর্ণি ঝড়ের তুমুল গতিবেগ !


তবু অবুঝ হৃদয়ে অশান্ত আবেগ


যদি কবুতরটা ফিরে আসতো !


যদি বলতো নীল খামে” আমি তোমাকে ভালবাসি।


--০৮-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।