অর্থের পালে বইছে দখিনা হাওয়া
ক্ষমতাও হয়েছে মাতাল –দুষ্টরে লইয়া!
গন্ড মূর্খ্ গুটি গুটি পায়ে এসে
মুরুব্বী দূরে ঠেলে চেয়ারে বসে।


কেবল ছুঁয়েছে যৌবনের কালো তিল
কেবল দেখেছে সে অর্থের তহবিল!
তাতেই চটে উঠে ক্ষমতার আঙ্গুল
গর্দান চেপে ধরে বলে নিজ মাস্তুল।


নেশা গ্রস্থের মতো রাঙা দু’টো চোখ
মোড়ল সেজে আছে বসে মায়ের বুক।
যৌবনে রক্ত টগবগ চোখে মুখে গালে-
খেলছে দিন দিন জ্ঞানী গুনি পেলে ।


দু’মুঠো ছিল না ভাত পিতার কূঁড়ে ঘরে
আজ মস্ত বড় মোড়ল অর্থের বিস্তরে
আজ সে গাইছে গান নিজের সুর ধরে
ক্ষমতার মুকুট পড়ে চলছে বুক চিরে।


অতিথি-প্রধান অতিথি- সভার সভাপতি
অর্থের পালে বইছে দখিনা হাওয়ার গতি
ক্ষমতাও হয়েছে মাতাল গন্ড মূর্খের প্রতি
টের পাও তুমি? তোমার নাইরে জ্যেতি!
--২৫-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।